• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পার্বতীপুরে গভীর রাতে বাড়ি ভাঙচুর


পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি মে ১৯, ২০১৭, ০৬:১৮ পিএম
পার্বতীপুরে গভীর রাতে বাড়ি ভাঙচুর

দিনাজপুর: জেলার পার্বতীপুরে গভীর রাতে এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে সীমানা প্রাচীর গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। এসময় তারা তিন লাখ টাকার মালামাল লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৮ মে) রাত ১২টার দিকে পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের সাঁকোয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়রা জানান, বসত ভিটার মালিকানা নিয়ে আজিজুল ইসলামের সাথে প্রতিবেশি আব্দুল হামিদের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে আদালতে একটি মামলা রয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে আব্দুল হামিদের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আজিজুলের বাড়িতে হামলা চালায়। এসময় তারা তার বাড়ির পাকা প্রাচীর ভেঙ্গে গুড়িয়ে দেয়।

আজিজুল হক জানান, হামলাকারীরা তাদের একটি ঘরে আটকে রেখে নগদ ১ লাখ ৯০ হাজার টাকাসহ ৩ লাখ ৭০ হাজার টাকার মালামাল লুটপাট করেছে।

এ ব্যপারে জানতে চাইলে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, ঘটনাটি জানতে পেরে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার প্রস্ততি চলছে।

সোনালীনিউজ/ঢাক/জেএ

Wordbridge School
Link copied!