• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পার্বত্যাঞ্চলের শিক্ষার্থীদের হাতে নতুন বই


রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি জানুয়ারি ১, ২০১৭, ০৮:২৬ পিএম
পার্বত্যাঞ্চলের শিক্ষার্থীদের হাতে নতুন বই

খাগড়াছড়ি: জেলার রামগড় উপজেলায় শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের প্রথম দিনে উৎসব মুখর পরিবেশে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। রবিবার (১ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্তেএ বই বিতরণ করা হয়।

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে রামগড় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১১টায় শিক্ষা অফিসার আবদুল হান্নান পাটোয়ারীর সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল কাদের, পৌর কাউন্সিলর আবুল কাশেম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনসহ প্রমুখ।

এছাড়া পৌর মেয়র মোহাম্মদ শাহজাহান কাজী রিপন পৌরসভার সদু কার্বারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, সদর ইউপি চেয়ারম্যান শাহআলম মজুমদার ইউনিয়নের বলিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করেন। এসময় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অবিভাবকসহ  বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর রামগড় উপজেলার ৬১টি প্রাথমিক বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণির ৮ হাজার ৬ শত জন শিক্ষার্থীর মাঝে ৪০ হাজার ৭ শত ৮৪ টি নতুন পাঠ্যবই বিনামূল্যে বই উৎসবের মাধ্যমে বিতরণ করা হচ্ছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!