• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পার্সেলের আড়ালে ইয়াবা পাচার, নারী আটক


কক্সবাজার প্রতিনিধি ফেব্রুয়ারি ২১, ২০১৭, ০৯:৪৮ পিএম
পার্সেলের আড়ালে ইয়াবা পাচার, নারী আটক

প্রতিক ছবি

কক্সবাজার: কক্সবাজার শহরে পার্সেলে ইয়াবা পাচারের সময় ফাতেমা বেগম (২২) নামে এক নারী পাচারকারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় দিকে ওই নারীকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ১৬’শ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পার্সেলের আড়ালে ইয়াবা পাচারের শহরের হলিড়ে মোড়স্থ এস এ পরিবহনের কাউন্টার থেকে ওই নারীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ক্যালসিয়ামের প্যাকেটে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ১৬’শ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটক ওই নারী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের পূর্বপাড়া এলাকার মৃত আব্দুল জব্বারের মেয়ে। সে শহরের টেকপাড়া এলাকায় চাচা আব্দুল মালেকের বাসায় থাকত।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন সোনালী নিউজকে বলেন, ‘প্রাথমিক স্বীকারোক্তিতে ওই ইয়াবা সে তাঁর চাচা আব্দুল মালেকের বলে স্বীকার করেছে। সে ও তার চাচার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হচ্ছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে’।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!