• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাসপোর্ট অফিসে অনিয়ম ঠেকাতে এসপি’র ব্যতিক্রম উদ্যোগ


মুন্সীগঞ্জ প্রতিনিধি আগস্ট ২৩, ২০১৭, ০৬:৩৭ পিএম
পাসপোর্ট অফিসে অনিয়ম ঠেকাতে এসপি’র ব্যতিক্রম উদ্যোগ

মুন্সীগঞ্জ: পাসপোর্ট তৈরি ও পুলিশ ভেরিফিকেশনের নামে অতিরিক্ত টাকা নেয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে মুন্সিগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম।

বুধবার (২৩ আগষ্ট) দুপুর ২টার দিকে জেলা পাসপোর্ট অফিসে গিয়ে ব্যানার ও পোষ্টার লাগিয়ে সচেতনতা বৃদ্ধি করেন। পাসপোর্ট তৈরি ও পুলিশ ভেরিফিকেশনের নামে অতিরিক্ত টাকা বন্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম জানান, পাসপোর্ট অফিসে ভোগান্তি ও অনিয়ম বন্ধ করতে পোষ্টার ও ব্যানার লাগানো হয়েছে। গ্রাহকরা যে কোনো অনিয়ম, হয়রানির স্বীকার না হয়, সেজন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এছাড়া পুলিশ ও দালালদের বিরুদ্ধে যে কোনো অভিযোগ পোষ্টার ও ব্যানারে দেয়া ফোন নাম্বারে নাম পরিচয় গোপন রেখে জানাতে পারবে। দালাল ও পুলিশের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ ও সত্যতা মিললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা পাসপোর্ট কর্মকর্তা হালিমা খাতুন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!