• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাহাড় কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু


কক্সবাজার প্রতিনিধি ফেব্রুয়ারি ১৮, ২০১৮, ১০:২৪ পিএম
পাহাড় কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু

কক্সবাজার: জেলার টেকনাফের হ্নীলায় বনবিভাগের লোকজনের রহস্যজনক আচরণে পাহাড়-টিলা কাটা অব্যাহত রয়েছে। এবার পাহাড় কাটতে গিয়েই মাটি চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনায় ফকিরার বাপের পাহাড়ে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৮টার দিকে ফকিরার বাপের পাহাড় থেকে মাটি কেটে ট্রলি ভর্তির সময় মাটি চাপা পড়ে স্থানীয় মৃত মোহাম্মদ হোছনের ছেলে মো. দেলোয়ার হোছন (২২) মারাত্মক আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হ্নীলা হয়ে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই জাহিদ সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পারিবারিকভাবে সমঝোতা হওয়ায় মাটি চাপায় নিহত শ্রমিককে দাফনের প্রস্তুতি নেয়া হয়।

স্থানীয়রা জানায়, স্থানীয় প্রভাবশালী কতিপয় ব্যক্তি দালালের মাধ্যমে বনবিভাগের লোকজন দৈনিক, সাপ্তাহিক ও পাক্ষিক চুক্তিতে ম্যানেজ করে সরকারি-বেসরকারি পাহাড়-টিলা কেটে সাবাড় করছে। এসবের বিরুদ্ধে কেউ কথা বললে তাদের বা আত্মীয়-স্বজনের বিরুদ্ধে উল্টো বন মামলা হওয়ার হয়রানিতে পড়ার ভয়ে কেউ মুখ খুলতেছেনা।

স্থানীয় মেম্বার বশির আহমদ মাটি কাটতে গিয়ে মাটি চাপা পড়ে শ্রমিক নিহতের বিষয়টি স্বীকার করেন।

টেকনাফ থানার এসআই জাহিদ হোসেন বলেন, পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে শ্রমিক নিহতের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করি। পারিবারিকভাবে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!