• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মধ্যে শাহ্‌জালাল ব্যাংকের ত্রাণ


নিজস্ব প্রতিবেদক জুলাই ৩১, ২০১৭, ০১:৫০ পিএম
পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মধ্যে শাহ্‌জালাল ব্যাংকের ত্রাণ

ঢাকা: বান্দরবন জেলায় আকস্মিক পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৪৫০টি পরিবারের মধ্যে শাহ্‌জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ জুলাই) বান্দরবন জেলার লামা উপজেলা পরিষদ কার্যালয়ে শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি ২০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি লবণ এবং ১ কেজি চিনি হিসেবে মোট ৯ মেট্রিক টন চাল, ৯০০ কেজি ডাল, ৪৫০ কেজি লবণ এবং ৪৫০ কেজি চিনি বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বান্দরবন জেলার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলম, বান্দরবন জেলা পরিষদের সদস্য, স্থানীয় ইউপি চেয়ারম্যানগণ, ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. নাছির উদ্দিন, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান মো. সামছুদ্দোহা সিমু, আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক রাশেদ সারোয়ার, জুবিলী রোড শাখার ব্যবস্থাপক মো. হাবিবুল ইসলাম, মুরাদপুর শাখার ব্যবস্থাপক মো. নওশাদ আব্বাস এবং ওয়াসা মোড় শাখার ব্যবস্থাপক এ.টি.এম কামরুদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!