• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার


রাঙামাটি প্রতিনিধি জুন ২৯, ২০১৭, ১২:১৯ পিএম
পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার

রাঙামাটি: জেলার লংগদু উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে দুটি একে-৪৭ রাইফেল, দুটি চায়না রাইফেল, ১২৪ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুন) ভোর থেকে উপজেলার সদর ইউনিয়ানের গলাছড়ি এলাকায় যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালায়।

লংগদু থানার ওসি মমিনুল ইসলাম জানান, গোপন সংবাদে যৌথবাহিনীর সদস্যরা আজ ভোরে লংগদু উপজেলার সদর ইউনিয়নের গলাছড়ি এলাকায় সন্ত্রাসীদের একটি আস্তানায় অভিযান চালায়। অভিযানে দুটি একে-৪৭ রাইফেল, দুটি চায়না রাইফেল, ১২৪ রাউন্ড তাজা গুলি, চারটি ম্যাগজিন, পাঁচ সেট সেনাবাহিনীর পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা পলিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি হয়নি। 

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!