• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পিএসএলে আগের দলেই খেলবেন সাকিব-মাহমুদউল্লাহ


ক্রীড়া ডেস্ক অক্টোবর ৬, ২০১৭, ০১:১৫ পিএম
পিএসএলে আগের দলেই খেলবেন সাকিব-মাহমুদউল্লাহ

ঢাকা: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গত মৌসুমেও পেশোয়ার জালমির হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। এবারও সেই দলের হয়ে খেলবেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছিলেন আরেক অলরাউন্ডার মাহমুদউল্লাহ। এবারও সেই দলের হয়ে খেলবেন তিনি। বাংলাদেশের এই দুই ক্রিকেটারকেই ধরে রেখেছে তাদের নিজ নিজ দল। দুজনই দ্বিতীয় সর্বোচ্চ 'ডায়মন্ড' ক্যাটাগরির খেলোয়াড়।

গত মৌসুমে পেশোয়ারের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছিলেন সাকিব। ব্যাট হাতে মাঠে নামেন ৪ ম্যাচে। সর্বোচ্চ ৩০ রান করেছিলেন সাকিব। আর পাঁচ ম্যাচে তুলে নেন ৫ উইকেট।

মাহমুদউল্লাহ কোয়েটার হয়ে ছয় ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন তিন ইনিংসে। দুটিতে ছিলেন অপরাজিত। রান করেছিলেন ৩৭। এছাড়া ছয় ম্যাচের পাঁচ ইনিংসে বল করে নেন ৭ উইকেট। এবার অন্তত ৬-৮টি ম্যাচ পাকিস্তানের মাটিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য বিদেশিদের প্রতি ম্যাচের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দেবে ১০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যেটি দাঁড়াবে আট লাখেরও বেশি।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!