• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পিএসএলে শক্তিশালি মাহমুদউল্লাহর কোয়েটা গ্ল্যাডিয়েটর্স


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ২২, ২০১৮, ০৫:৩৪ পিএম
পিএসএলে শক্তিশালি মাহমুদউল্লাহর কোয়েটা গ্ল্যাডিয়েটর্স

ফাইল ছবি

ঢাকা: দেশে দেশে ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টগুলো দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হওয়ার পর হয়ে গেছে অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট বিগব্যাশও। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসর। এই আসরে অংশ নিতে দুবাইয়ে পৌঁছে গেছেন মাহমুদউল্লাহ-মোস্তাফিজরা।

গতবার যে দলে খেলেছিলেন মাহমুদউল্লাহ সেই কোয়েটা গ্ল্যাডিয়েটর্সই তাকে ধরে রেখেছে। দলটিতে তারকার কমতি নেই। সাবেক ইংলিশ অধিনায়ক কেভিন পিটারসেনের সঙ্গে আছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন। আফগান তারকা লেগ স্পিনার রশিদ খান এখন সবার নজরে। তাঁকেও দলে নিয়েছে কোয়েটা। দলটিকে নেতৃত্ব দেবেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। দলটির কোচের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সাবেক পাকিস্তান অধিনায়ক মঈন খানের হাতে। কোয়েটা প্রথম ম্যাচ খেলবে শুক্রবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স দল: সরফরাজ আহমেদ (অধিনায়ক), কেভিন পিটারসেন, রাইলি রুশো, মোহাম্মদ নওয়াজ, আনোয়ার আলী, মাহমুদউল্লাহ, উমর আমিন, মীর হামজা, আসাদ শফিক, শেন ওয়াটসন, রাহাত আলী, রমিজ রাজা জুনিয়র, সাদ আলী, সৌদ শাকিল, হাসান খান, জেসন রয়, রশিদ খান, আজম খান, ফারাজ আহমেদ খান ও জোফরা আরচার।

কোচিং স্টাফ: মঈন খান (প্রধান কোচ), স্যার ভিভিয়ান রিচার্ডস (ব্যাটিং কোচ/ মেন্টর), আব্দুল রাজ্জাক  (বোলিং কোচ), জুলিয়েন ফাউন্টেইন (ফিল্ডিং কোচ)।

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!