• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পিকনিকের বাস খাদে পড়ে নিহত ৪


কক্সবাজার প্রতিনিধি ফেব্রুয়ারি ২৫, ২০১৭, ১১:৪২ এএম
পিকনিকের বাস খাদে পড়ে নিহত ৪

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলায় পিকনিকে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনা আহত হয়েছেন আরও অন্তত আটজন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উত্তর হারবাং গোয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক আমির হোসেন (৩৫), ঢাকার বাসাবো এলাকার আইয়াস আলীর ছেলে সাথি (২৫), কুমিল্লার হোমনার স্বপন মিয়ার স্ত্রী সুমি (২৭) ও কুমিল্লার নোয়াপাড়ার বাপ্পির স্ত্রী অজ্ঞাত (৪০)।

চি‌রিংগা হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির এএসআই নুরুল ইসলাম জানান, শুক্রবার রাতে পিকনিকের মাইক্রোবাসটি ঢাকার বাসাবো থেকে কক্সবাজার যাচ্ছিল। সকালে ওই এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান জানান, মাইক্রোবাসটি কক্সবাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে গয়ালমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই চারজন নিহত হন। হাইওয়ে পুলিশ মাইক্রোবাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। লাশ উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।

আহত ৮ জনকে উদ্ধার করে স্থানীয়রা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দু'জনের অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ  

Wordbridge School
Link copied!