• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পিরোজপুরে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে মানববন্ধন


পিরোজপুর প্রতিনিধি সেপ্টেম্বর ২৩, ২০১৭, ০৬:০০ পিএম
পিরোজপুরে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুর: মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও দেশ থেকে বিতারিত করার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) শহরের পুরাতন বাসস্টান্ড এলাকায় সূর্যোদয় গ্রন্থাগার ও উই ফিরেন্স-৯৫ এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন- সূর্যোদয় গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা রেজাউল করিম সেন্টু, সূর্যোদয় গ্রন্থাগারের সহ-সভাপতি কাজী এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মামুন-অর-রশিদ প্রিন্স, সদস্য জাহিদুর রহমান, উই ফিরেন্স-৯৫ এর সদস্য জুবায়ের আল মামুন, জাহিদুল রহমান, শামীম খান, রহমত আলী সাগরসহ সদস্যরা। 

এ সময় বক্তারা মিয়ানমারের সামরিক জানতা ও বৌদ্ধ সম্প্রদায় কৃর্তক মুসলমানদের ওপর নারকিয় অত্যাচার, গণহত্যা ও অগ্নিসংযোগের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে রোহিঙ্গাদের দেশে ফেরত নিয়ে তাদের নাগরিত্ব প্রদানে আর্ন্তজাতিক সম্প্রদায়কে সরাসরি হস্তক্ষেপের দাবি জানান।

এছাড়া অসহায় রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ার এবং তাহাদের সহযোগিতা করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!