• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পীর ও মুরিদকে হত্যার দায় স্বীকার অন্য পীরের


দিনাজপুর প্রতিনিধি মার্চ ১৭, ২০১৭, ০৯:৪৬ পিএম
পীর ও মুরিদকে হত্যার দায় স্বীকার অন্য পীরের

দিনাজপুর: জেলার বোচাগঞ্জ উপজেলার দৌলা নামক এলাকায় কথিত পীর ফরহাদ হাসান চৌধুরী ও তার পালিত মেয়ে রুপালী বেগমকে গুলি এবং কুপিয়ে হত্যার ঘটনায় দুইজন আদালতকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

শুক্রবার (১৭ মার্চ) বিকেলে দিনাজপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন সন্দেহমূলকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক হওয়ায় আরেক পীর এছাহাক আলী ও বোচাগঞ্জ উপজেলার দৌলা নামক এলাকায় কাদরিয়া মোহাম্মদিয়া দরবার শরীফের প্রধান খাদেম সাইদুর রহমান।

দিনাজপুর কোর্ট পুলিশের পরিদর্শক শহীদ সরওয়ারদী জানান, সন্দেহমূলকভাবে আটক হওয়া আরেক পীর এছাহাক আলী ও খাদেম সাইদুর রহমানকে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়। সেখানে আদালতের বিচারক এফএম আহসানুল হকের কাছে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

তিনি জানান, জবানবন্দিতে তারা জানিয়েছে অভ্যন্তরীণ বিষয় ও মতপার্থকের জের ধরে তারা পরিকল্পিতভাবে পীর ফরহাদ হাসান চৌধুরী ও তার পালিত কন্যা রুপালী বেগমকে হত্যা করে। এই হত্যাকাণ্ডের সঙ্গে আরও অনেকেই জড়িত রয়েছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারা জানিয়েছেন। পরিদর্শক জানান, এই মুহূর্তে তদন্তের স্বার্থে এসব নাম বলা যাচ্ছে না।

প্রসঙ্গত, সোমবার দিবাগত রাত ৮টার দিকে বোচাগঞ্জ উপজেলার দৌলা নামক এলাকায় কথিত পীর ফরহাদ হাসান চৌধুরী ও তার পালিত মেয়ে রুপালী বেগম গুলি ও কুপিয়ে হত্যার শিকার হন। ফরহাদ হোসেন চৌধুরী দিনাজপুর পৌর বিএনপির সাবেক সভাপতি। তিনি ছিলেন দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি। পরে ওই সংগঠনের সাধারণ সম্পাদকও নির্বাচিত হন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!