• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
বর্ষা মৌসুমে খরা 

পীরগঞ্জে আমন আবাদ নিয়ে দুশ্চিন্তায় চাষি


পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি  আগস্ট ৯, ২০১৬, ০৫:৫২ পিএম
পীরগঞ্জে আমন আবাদ নিয়ে দুশ্চিন্তায় চাষি

দেশের বিভিন্ন এলাকা যেখানে বন্যার পানিতে তলিয়ে গেছে, সেখানে পীরগঞ্জে দেখা দিয়েছে খরা। এই খরায় দুর্ভোগে পড়েছেন উপজেলার আমন চাষিরা। চাষিদের সেচ দিয়ে আমন চারা রোপন করতে হচ্ছে। এদিকে খরায় চলতি আমন মৌসুমে আমন আবাদ নিয়ে শঙ্কিত কৃষক। 

আমন চাষিরা জানায়, এই খরার মধ্যে কিছু কিছু চাষি আমনের চারা রোপন করলেও পানির অভাবে ফেটে চৌচির হয়ে গেছে ক্ষেত। পর্যাপ্ত বৃষ্টি ও পানির অভাবে বেশ কিছু এলাকায় আমান চাষাবাদে হাহাকার দেখা দিয়েছে। একদিকে, কৃষকরা বাধ্য হয়ে পেট্রোল চালিত স্যালো মেশিন ও বিদ্যুৎ চালিত গভীর নলকূপের পানির সাহায্যে আমন ধানের চারা রোপন করছেন। এতে তাদের বাড়তি অর্থ খরচ করতে হচ্ছে। অন্যদিকে, বিদ্যুতের ভেলকিবাজী লোডশেডিং যন্ত্রণায়ও ভুগছে কৃষক। 

পীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রমতে, এবার ২১ হাজার হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এলাকায় ঘুরে দেখে গেছে এ পর্যন্ত প্রায় ৮ হাজার হেক্টর জমিতে আমন চারা রোপন করেছেন বলে এমন তথ্যবিবরণী পাওয়া যায়। তবে এ এলাকায় খরা দেখা দেয়ায় আমন আবাদের লক্ষ্যমাত্রা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন অনেক কৃষক।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!