• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুকুর খননের সময় মূল্যবান নারায়ণ মূর্তি উদ্ধার


বগুড়া প্রতিনিধি জুন ৩০, ২০১৮, ০৭:৫৮ পিএম
পুকুর খননের সময় মূল্যবান নারায়ণ মূর্তি উদ্ধার

বগুড়া : জেলার শেরপুর উপজেলার আম্বইল গ্রাম থেকে শনিবার (৩০ জুন) বিকালে মূল্যবান কালোপাথরের নারায়ণ মূর্তি উদ্ধার করেছে পুলিশ।

এলাকাবাসী জানায়, ভবানীপুর ইউনিয়নের আম্বইল গ্রামে পুকুর খননের সময় মূর্তিটি পাওয়া যায়। এরপর পুলিশে খবর দিলে শনিবার বিকাল ৪টার দিকে শেরপুর থানা পুলিশ তা উদ্ধার করে নিয়ে আসে।

শেরপুর থানার এসআই মাসুদ রানা জানান, উদ্ধারকৃত মূর্তিটির উচ্চতা ৪২ ইঞ্চি চওড়া ২৩ ইঞ্চি ওজন তিন মণ। এটি নারায়ণ মূর্তি বলে তিনি জানান।

শেরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত কালো পাথরের মূর্তিটি একটি প্রত্নতাত্ত্বিক সম্পদ। এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর করা হবে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!