• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুকুরে গোসল করতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু


লালমনিরহাট প্রতিনিধি মে ২৮, ২০১৭, ০৯:১৯ পিএম
পুকুরে গোসল করতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু

প্রতীকী ছবি

লালমনিরহাট: জেলার কালীগঞ্জ উপজেলায় পুকুরের গোসল করতে গিয়ে পানিতে ডুবে বাবা-ছেলের মমার্ন্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৮ মে) বিকেল ৪টার দিকে উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের চৌধুরীহাটের জামিরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- ওই এলাকার শুকুর আলীর ছেলে দবিয়ার রহমান টটু (৩৮) ও তার ছেলে নীরব হোসেন (৮)।

এলাকাবাসী জানায়, বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে নীরব। কিছুক্ষণ পরে বাবা দবিয়ার রহমান দেখতে পান পুকুরের মাঝখানে ডুবে যাচ্ছে ছেলে নরীব। এ সময় পুকুরে নেমে ছেলেকে বাঁচাতে গেলে দু’জনই পানিতে তলিয়ে যান।

পরে স্থানীয়রা বাবা ও ছেলেকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. আহসান হাবীব তাদের মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, বাবা ও ছেলে নীরবকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএই্চএম

Wordbridge School
Link copied!