• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুতিনের অতিথি হয়ে বিশ্বকাপ দেখতে রাশিয়ায় নিষিদ্ধ ব্লাটার


ক্রীড়া ডেস্ক জুন ২০, ২০১৮, ০২:১৮ পিএম
পুতিনের অতিথি হয়ে বিশ্বকাপ দেখতে রাশিয়ায় নিষিদ্ধ ব্লাটার

ফাইল ছবি

ঢাকা: চলমান বিশ্বকাপ ফুটবলের খেলা দেখতে রাশিয়ায় গেলেন ছয় বছরের জন্য নির্বাসিত ফিফার সাবেক প্রেসিডেন্ট সেপ ব্লাটার। ব্লাটারের মুখপাত্র জানিয়েছেন, ‘শুক্রবার ব্রাজিল-কোস্টা রিকা ম্যাচ ছাড়াও আরও একটি ম্যাচ দেখবেন তিনি।’ শুধুমাত্র ম্যাচই দেখবেন না, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সৌজন্য সাক্ষাতও করবেন ব্লাটার।

১৯৯৮ থেকে ২০১৫, অর্থাৎ ১৭ বছর ফিফার প্রেসিডেন্ট ছিলেন ব্লাটার। কিন্তু, মিশেল প্লাতিনিকে ১ দশমিক ৮ মিলিয়ন ইউরো দেওয়ার কারনে দুর্নীতির অভিযোগ উঠে তার বিরূদ্ধে। অভিযোগ প্রমানিত হওয়ায় ছয় বছরের জন্য নির্বাসিত ব্লাটার।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাসিত করা হয় ব্লাটারকে। শুধুমাত্র নির্বাসিতই নন, ফুটবল সংক্রান্ত কোনও কার্যকলাপে অংশ নিতে না পারার নিষেধাজ্ঞা রয়েছে তার। তবে এসব নিষেধাজ্ঞাকে পাত্তা না দিয়ে ঠিকই রাশিয়া বিশ্বকাপের ম্যাচ দেখতে আসছেন ৮২ বছর বয়সী ব্লাটার।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!