• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুরের যাবজ্জীবন


নাটোর প্রতিনিধি মার্চ ৯, ২০১৭, ০১:৪৮ পিএম
পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুরের যাবজ্জীবন

প্রতীকী ছবি

নাটোর: পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন নাটোরের আদালত। কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে তার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৯ মার্চ) নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রেজাউল করিম এই রায় ঘোষণা করেন। দণ্ড পাওয়া ব্যক্তির নাম মো. জামাল হোসেন। বাবার নাম আকবর আলী। বাড়ি নাটোরের লালপুর উপজেলার নারায়ণপুর গ্রামে। 

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৭ সালের ২১ মে ধর্ষণের শিকার হন ওই পুত্রবধূ। তিনি নিজেই লালপুর থানায় শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। তদন্ত শেষে শ্বশুর জামালের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। আটজনের সাক্ষ্য শেষে আজ রায় ঘোষণা করেন আদালত।

রায় ঘোষণার সময় আসামি জামাল আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। 

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!