• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুরুষ তুমি বড় বোকা


মো: গোলাম মোস্তফা ( দুঃখু ) মার্চ ১০, ২০১৮, ০১:৫৫ পিএম
পুরুষ তুমি বড় বোকা

আমার দেহ মাছের বাজার !
তোমার মনে হয়।
আমি হলাম সৃষ্টিকৌশল,
ঘর বাহিরের মাঝে।

দিন হলে চলে মজা,
নারী তুমি অবহেলা।
থাকবে আমার পায়ের নীচে,
মাটির পুতুল হয়ে।

পুরুষ তুমি বড় বোকা ,
জন্ম তোমার নারীর পেটে।
কেমন করে ভুলে থাকো,
এমন মায়ের কথা।

যে মুখে বলো !
নারী তুমি খেলার পুতুল ,
ঘরে থেকে করবে সেবা।

এমন শব্দ বড়ই কষ্ট দেয় !
নারী কেন ঘরের মাঝে,
থাকবে বাজার ধরে।

আমি নারী সমাজের অহংকার
পুরুষ তোমার কষ্ট হলে
নারী বলে কি হয়েছে
আমায় বলো মন খুলে।

আমি নারী কখনো ‘মা’
সমাজের আলোর পথিক।
দিন দুপুরে বসে থাকি,
ভাতের থালা নিয়ে।
আসবে খোকা, বলবে এসে।
মা ওমা শুনছো
পেটের খুদা মরছি আমি
ভাত আছে কি মোর ঘরে।

আমি নারী বড় আকাশ
বোনের মায়ার বিশাল ছায়া।
রাখি তোমায় আপন করে
সকল কষ্ট থাকি ভুলে
তোমার কষ্ট দেখে।

নারী আমি ঘরের আলো,
বউয়ের আচল সুখের ছায়া।
পাবে তুমি সারাজীবন,
রাখো যদি ভালো করে ।
দেখবে আমায় শিশু কোলে,
ডাকবে তোমায় বাবা বলে।

লেখক: বিতার্কিক-শিক্ষার্থী,সাংবাদিকতা বিভাগ,পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলশী, চট্টগ্রাম।

এমটিআই

Wordbridge School
Link copied!