• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুরুষে বিজিবি, নারীতে সেনা-আনসার যৌথ চ্যাম্পিয়ন


ক্রীড়া প্রতিবেদক মার্চ ২৯, ২০১৭, ০৯:০৮ পিএম
পুরুষে বিজিবি, নারীতে সেনা-আনসার যৌথ চ্যাম্পিয়ন

ঢাকা: ‘ওয়ালটন স্বাধীনতা দিবস উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতার পুরুষ বিভাগে শিরোপা জিতেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অপরদিকে নারী বিভাগে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিডি এবং বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (২৯ মার্চ) শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত প্রতিযোগিতার শেষ দিনে পুরুষ বিভাগে ৬টি সোনা, ১টি রৌপ্য পদক জিতে চ্যাম্পিয়ন হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাংলাদেশ আনসার ১টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ জিতে রানার্সআপ হয়। ১টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ নিয়ে তৃতীয় হয় বাংলাদেশ সেনাবাহিনী। ২টি ব্রোঞ্জ নিয়ে বাংলাদেশ পুলিশ চতুর্থ ও ১টি ব্রোঞ্জ নিয়ে যশোর জেলা পঞ্চম হয়।

পুরুষদের ৫৭ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেন সেনাবাহিনীর বেলাল হোসেন, রৌপ্য জিতেন বাংলাদেশ আনসারের আব্দুর রহমান, ব্রোঞ্জ জিতেন যশোর জেলার নাজমুল। ৬১ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেন বিজিবির জ্ঞানেশ্বর, রৌপ্য জিতেন বাংলাদেশ আনসারের সোহনা, ব্রোঞ্জ জিতেন সেনাবাহিনীর শেখ জালাল। ৬৫ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেন বিজিবির সিরাজুল, রৌপ্য জিতেন সেনাবাহিনীর রিয়াজ, ব্রোঞ্জ জিতেন বাংলাদেশ আনসারের আমিনুল। ৭০ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেন বিজিবির সুজন, রৌপ্য জিতেন আনসারের দীপু, ব্রোঞ্জ জিতেন সেনাবাহিনীর মাহফুজ। ৭৪ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেন আনসারের লিটন, রৌপ্য জিতেন বিজিবির দীপু, ব্রোঞ্জ জিতেন বাংলাদেশ পুলিশের আলম মুন্সি । ৮৬ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেন বিজিবির শরৎ চন্দ্র, রৌপ্য জিতেন আনসারের কাজী বাহারুল, ব্রোঞ্জ জিতেন পুলিশের আশিকুর রহমান। ৯৭ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেন বিজিবির বিল্লাল হোসেন, রৌপ্য জিতেন সেনাবাহিনীর সাব্বির, ব্রোঞ্জ জিতেন আনসারের রিয়াজ। ১২৫ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেন বিজিবির মংনু, রৌপ্য জিতেন আনসারের অলিদ, ব্রোঞ্জ জিতেন সেনাবাহিনীর রিয়াজ।

মহিলা বিভাগে বাংলাদেশ আনসার এবং সেনাবাহিনী উভয় দল ৪টি করে সোনা, ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ জিতে যৌথ চ্যাম্পিয়ন হয়। ২টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ জিতে তৃতীয় হয়েছে বাংলাদেশ পুলিশ। মেয়েদের ৪৮ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেন সেনাবাহিনীর ফরিদা ইয়াসমিন, রৌপ্য জিতেন আনসারের লিমা, ব্রোঞ্জ জিতেন বাংলাদেশ পুলিশের রহিমা। ৫৩ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেন আনসারের সোমা, রৌপ্য জিতেন সেনাবাহিনীর রিনা খাতু। ৫৫ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেন আনসারের রেজিয়া, রৌপ্য জিতেন সেনাবাহিনীর মুক্তি বিশ্বাস। ৫৮ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেন সেনাবাহিনীর মুসলিমা, রৌপ্য জিতেন আনসারের সুমি আক্তার। ৬০ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেন সেনাবাহিনীর শারমিন, রৌপ্য জিতেন পুলিশের শাকিলা, ব্রোঞ্জ জিতেন আনসারের যুথি। ৬৩ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেন আনসারের লাকি আক্তার, রৌপ্য জিতেন সেনাবাহিনীর রুমা সুলতানা। ৭০ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেন সেনাবাহিনীর ইসমত আরা, রৌপ্য জিতেন আনসারের রোজিনা, ব্রোঞ্জ জিতেন পুলিশের সুবর্না। ৭৫ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেন আনসারের শ্রাবনী মল্লিকা, রৌপ্য জিতেন পুলিশের আকলিমা, ব্রোঞ্জ জিতেন সেনাবাহিনীর মীনা।

পুরুষ বিভাগে বীর পালোয়ান হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের বিল্লাল হোসেন। তাকে ১০ হাজার টাকা প্রাইজমানি দেয়া হয়। পাশাপাশি সম্মানসূচক পাগড়ী পরিয়ে দেয়া হয়। বাংলাদেশ এমেচার রেসলিং ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন আজাদের মতে মেয়েদের বিভাগে বীর পালোয়ান হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন খেলোয়াড় পাওয়া যায়নি। প্রতিটি ক্যাটাগোরির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র এজিএম মেহরাব হোসেন আসিফ, বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন আজাদসহ অন্যান্যরা।

উল্লেখ্য, ওয়ালটন স্বাধীনতা দিবস উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে ৮টি দলের দুই শতাধিক কুস্তিগীর অংশ নিয়েছেন। পুরুষ ও মহিলা বিভাগের দলগুলো হল বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার ও ভিডিপি ও বাংলাদেশ পুলিশ। সব মিলিয়ে ২০০ জন খেলোয়াড় ১৬টি ওজন শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!