• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পুলিশ-জেলে সংঘর্ষে আহত ১১


ঝালকাঠি প্রতিনিধি নভেম্বর ১৬, ২০১৭, ০৯:৩৮ এএম
পুলিশ-জেলে সংঘর্ষে আহত ১১

ঝালকাঠি: জেলার রাজাপুরে নদীতে জাটকা ইলিশ ধরাকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয় জেলেদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ, জেলে ও নারীসহ ১১জন আহত হয়েছেন। 

বুধবার (১৫ নভেম্বর) উপজেলার বড়ইয়া ইউনিয়নের বড়ইয়া গ্রামের বিশখালি নদীর বুথমারা খালের মোহনায় এ ঘটনা ঘটে।

রাজাপুর থানার পরিদর্শক শামসুল আরেফীন জানান, সকাল সাড়ে ৮ টার দিকে বিশখালি নদীতে কারেন্ট জাল দিয়ে জাটকা ইলিশ শিকারের সময় নুরজামালসহ ৩ জেলেকে আটক করে নৌযানে টহলরত ৮ সদস্যের নৌ পুলিশের একটি দল।

এসময় নুরজামালকে পুলিশ হেফাজতে রাখলেও বাকি ২ জেলে নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়। পরে জেলে নুরজামালকে ছড়িয়ে নিতে এলে জেলে ও এলাকাবাসীর সাথে পুলিশের সংঘর্ষ হয়। এসময় জেলে ও এলাকাবাসী নুরজামাল ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় আহত নৌ পুলিশ বাখেরগঞ্জের নিয়ামতির নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুর রহমান বাদি হয়ে একটি মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছেন ।

আহত পুলিশ সদস্যদের মধ্যে একজন সহকারী উপপরিদর্শককে (এমসআই) পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে, বলেন ওসি শামসুল আরেফীন।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!