• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘পুলিশকে তথ্য দিন, মাদকমুক্ত নড়াইল গড়ুন’


নড়াইল প্রতিনিধি মে ২২, ২০১৮, ০৩:৩৭ পিএম
‘পুলিশকে তথ্য দিন, মাদকমুক্ত নড়াইল গড়ুন’

নড়াইল : ‘মাদক প্রতিকারে জনতা পুলিশ এক কাতারে’, ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এসব শ্লোগানে নড়াইলে মাদকবিরোধী গণসচেনতামূলক শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার (২২ মে) বেলা ১১টায় নড়াইল প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচি পালিত হয়। প্রথমে শোভাযাত্রা বের করা হয়। পরে নড়াইল প্রেস ক্লাব চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী ও পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম। বক্তারা বলেন, পুলিশকে তথ্য দিন; মাদকমুক্ত নড়াইল গড়ুন। আপনাদের দেয়া তথ্য গোপন রেখে মাদকবিক্রেতা ও মাদকসেবীদের আইনের আওতায় আনা হবে। মাদকমুক্ত নড়াইল গড়তে পুলিশ ও জনগণ একসঙ্গে কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ। মাদকদ্রব্য, মাদকসেবী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (সদর) জালাল উদ্দিন, নড়াইল সদর থানার ওসি আনোয়ার হোসেন, নড়াগাতি থানার ওসি বেলায়েত হোসেন, ওসি (তদন্ত) রজব আলী, ডিবির ওসি আমিনুজ্জামান, টিএসআই পান্নু শেখ পিপিএম, জেলা মার্কেটিং কর্মকর্তা শরিফুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নড়াইল আব্দুল হাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিক, নড়াইল চেম্বার অফ কমার্সের সভাপতি হাসানুজ্জামান, রুপগঞ্জ বাজার শিল্প ও বণিক সমিতির সভাপতি রজিবুল বিশ্বাস, নড়াইল পৌরসভার কাউন্সিল কাজী জহিরুল হক, নড়াইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি এনামুল কবির টুকু প্রমুখ। এদিকে মাদকের বিরুদ্ধে সচেনতামূলক লিফলেট জনসাধারণের মধ্যে বিতরণ করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!