• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পুলিশের অস্ত্র লুটের মামলায় ২৯ সাঁওতালের জামিন


গাইবান্ধা প্রতিনিধি মার্চ ২০, ২০১৭, ০৫:১৭ পিএম
পুলিশের অস্ত্র লুটের মামলায় ২৯ সাঁওতালের জামিন

গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জের সাবেহগঞ্জ ইক্ষু খামারে পুলিশের একটি অস্থায়ী ক্যাম্পে হামলা, ভাঙচুর, পুলিশকে মারধর ও অস্ত্র লুটের অভিযোগে মামলায় ২৯ সাঁওতালকে জামিন দিয়েছে আদালত।

সোমবার (২০ মার্চ) দুপুরে গোবিন্দগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম তাসকিনুল হক তাদের জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ক্যাম্পে হামলা, ভাঙচুর, পুলিশকে মারধর ও অস্ত্র লুটের অভিযোগে পুলিশের এসআই আখতারুজ্জামান বাদী হয়ে ৩২ জন নামীয় ও অজ্ঞাত আরও  ৪০০-৫০০ জনকে আসামি করে মামলা করেন। মামলার ৩২ আসামি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান। পরে বিচারক ২৯ সাঁওতালের জামিন মঞ্জুর করেন।

গত বছরের ৯ আগস্ট গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালরা ভূমি ও জীবনের অধিকার আদায়ের দাবিতে বিক্ষোভ শেষে সমাবেশ করেন। সমাবেশ চলাকালে পুলিশ দুই সাঁওতালকে আটক করে। পরে সাঁওতালরা ক্ষিপ্ত হয়ে সাহেবগঞ্জ পুলিশের অস্থায়ী ক্যাম্পে হামলা চালিয়ে ক্যাম্প অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে সাঁওতালরা তীর-ধনুক ও অস্ত্র নিয়ে ক্যাম্প ভাঙচুর, পুলিশকে মারধর করে অস্ত্র লুট করে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!