• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পুলিশের উপর হামলা: জামিন পেলেন ৯ ছাত্রলীগ নেতা


সিলেট প্রতিনিধি ফেব্রুয়ারি ৭, ২০১৭, ০২:৪০ পিএম
পুলিশের উপর হামলা: জামিন পেলেন ৯ ছাত্রলীগ নেতা

সিলেট: আসামি ‘ছিনিয়ে নিতে’ পুলিশের উপর ‘হামলা’র ঘটনায় কোতোয়ালী থানায় দায়েরকৃত মামলায় জামিন পেয়েছেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সুজেল আহমদ তালুকদারসহ ৯ জনকে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে তাদের আইনজীবিরা জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। তবে ওই মামলায় ইমন ও তাহমিদ নামের অন্য দু’জন আসামির জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় তাদের জামিন দেয়া হয়নি।

জামিন পাওয়া ৯ জন হলেন, কালিবাড়ী এলাকার (মূল বাড়ি রংপুরের গঙ্গাচর থানার সয়রাবাড়ি) আবদুল হাকিমের ছেলে মনিরুল ইসলাম (২৪), কালিবাড়ী এলাকার মৃত আবদুস সালামের ছেলে কামরুল ইসলাম (২৬), একই এলাকার সুফি মিয়ার ছেলে সুজেল আহমদ তালুকদার (৩৩), সজিব আহমদ তালুকদার (২১) ও সৌরভ তালুকদার (১৯), চৌকিদেখী এলাকার সমশের মিয়ার ছেলে সাহেদ আহমদ (২৮), কালিবাড়ী ভাটপাড়া এলাকার মৃত কবির উদ্দিন খানের ছেলে জুবায়ের খান (৩০), চৌকিদেখী এলাকার ইয়াকুব আলীর ছেলে মাসুদ আহমদ (২৩), মজুমদারী এলাকার আবদুল ওহাবের ছেলে শামসুজ্জামান (২৬) ও কালিবাড়ী সবুজ বাগিচা এলাকার অনিল চন্দ্র পালের ছেলে সুমন পাল (৩২)।

তাদের পক্ষের আইনজীবী ছিলেন সিলেটের পিপি অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সমিউল আলম, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসাইন আহমদ, অ্যাডভোকেট মোশাহিদ আলী, অ্যাডভোকেট শেখ মকলু মিয়া, অ্যাডভোকেট সৈয়দ শামিম আহমদ, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, অ্যাডভোকেট প্রবাল চৌধুরী, অ্যাডভোকেট শাকি শাহ ফরিদী, অ্যাডভোকেট মাহি তালুকদার।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি রাতে নগরীর ঝর্নারপাড় এলাকায় আসামি ‘ছিনিয়ে নিতে’ পুলিশের উপর ‘হামলা’র ঘটনায় সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সুজেল আহমদ তালুকদারসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। পরদিন তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি পুলিশ এসল্ট মামলা দায়ের করেছেন থানার এসআই হাবিবুর রহমান।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!