• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুলিশের এএসআইকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৩


পিরোজপুর সংবাদদাতা ফেব্রুয়ারি ২৩, ২০১৭, ০২:২১ পিএম
পুলিশের এএসআইকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৩

পিরোজপুর: ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে এক ডিবি পুলিশের এএসআইকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা। আহত পুলিশের এএসআই মো. মঈনুদ্দীনকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টায় পৌরসভার ধূপপাশার এলাকায় এ ঘটনা বলে জানিয়েছেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমাদ মাঈনুল হাসান। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ওই রাতেই তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- শহর মাছিমপুরের মৃত আমজাদ হোসেনের ছেলে আরিফুল ইসলাম বাবু (৩০), ধুপপাশার আলম মোল্লার ছেলে সাব্বির হোসেন রাজন (২৫) ও পশ্চিম ডুমুরিতলার ওয়াহেদ খানের ছেলে মামুনুর রশীদ (৩০)।

এ ঘটনার পর বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আহ্‌মদ মাঈনুল হাসান জানান, বরিশাল রেঞ্জে মাদকবিরোধী অভিযান জোরদার করার লক্ষে আজ বিভিন্ন স্থানে অভিযান চালান হয়। এর ধারাবাহিকতায় শহরের ধূপপাশা এলাকায় ডিবি পুলিশের ওসি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে মাকদবিরোধী অভিযান চলাকালে ডিবি পুলিশের এএসআই মো. মঈনুদ্দীনের ওপরে মাদক ব্যবসায়ীরা হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। তিনি পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় ডিবি পুলিশের এস আই নূরুল আমিন বাদি হয়ে ৪ জনের নামসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!