• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুলিশের জঙ্গিবিরোধী ‘ব্লক রেইড’ অভিযান


ফেনী প্রতিনিধি এপ্রিল ২৯, ২০১৭, ০৬:২৬ পিএম
পুলিশের জঙ্গিবিরোধী ‘ব্লক রেইড’ অভিযান

ফেনী: শহরের বিভিন্নস্থানে জঙ্গিবিরোধী ‘ব্লক রেইড’ অভিযান চালিয়েছে পু্লিশ। শনিবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে পুলিশের এ অভিযান। প্রথমে শহরের পাঠান বাড়ি রোড এরপর রামপুর, মাস্টারপাড়া, সহদেবপুর, আতিকুল আলম সড়ক, বারাহীপুরসহ পৌর এলাকার ১৮টি ওয়ার্ডে চলে জঙ্গিবিরোধী এ অভিযান।

বিভিন্নস্থানে আত্মগোপনে থাকা জঙ্গি ও সন্ত্রাসীদের আটক করতে, জনগণকে জঙ্গিদের বিষয়ে সচেতনতা করতে, শহরের বাড়ীর মালিকদের ভাড়াটিয়াদের তথ্য প্রদানসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা করতে এ অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে।

অভিযানে নেতৃত্ব দেন ফেনীর পু্লিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ঊক্য সিং। এছাড়া অভিযানে ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী, জেলা গোয়েন্দা পুলিশের ওসি আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারাও অংশ নেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!