• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুলিশের ফেসবুক হ্যাক করে প্রতারকের কাণ্ড!


নারায়ণগঞ্জ প্রতিনিধি জানুয়ারি ১২, ২০১৭, ১০:০৩ পিএম
পুলিশের ফেসবুক হ্যাক করে প্রতারকের কাণ্ড!

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর মডেল থানার এক পুলিশ সদস্যের (কনস্টেবল) ফেসবুক, জিমেইল ও ম্যাসেঞ্জার হ্যাক করে তার পরিচিত লোকজনের কাছ থেকে অর্ধলাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এ ঘটনায় পুলিশ কনস্টেবল আসাদুজ্জামান বাদী হয়ে সদর মডেল থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।

জিডিতে আসাদুজ্জামান উল্লেখ করেন, প্রতারকচক্র তার ব্যবহৃত ফেসবুক, জিমেইল ও ম্যাসেঞ্জার হ্যাক করে তার আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব অন্তত ৩ শতাধিক পরিচিত ব্যাক্তির সঙ্গে বিভিন্ন প্রকার ম্যাসেজ আদান প্রদান করে। এর মধ্যে ১৭ জনের কাছ থেকে বিকাশের মাধ্যমে (০১৬৮৫৯২৬৬৫৫,০১৯৯১৬৫৯২৭২,০১৭৭১৯৪৪০৬৩) প্রায় অর্ধলাখ টাকা হাতিয়ে নেয়।

সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!