• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পূর্ণতা


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৬, ২০১৬, ১০:৪২ পিএম
পূর্ণতা

মোমিন মেহেদী


আমার সকালগুলো তুমি নাও; সন্ধ্যায় বড় বেমানান তোমার
মুখ। উজ্জল আলোতেই আলো দেখতে ভালো লাগে বেশি।
যেমন দিনের আলো। জোন্সাটা আমি হব। আঁধারের
মাঝখানে একটুকরো পরজীবি আলো।মাঝে মাঝে
বড় বেশি ভালোলাগে; তারপরও পরজীবি সুখ সয়না
কপালে কারো।
আমার আরাধনা করে করে বিষ্টিও পায়নি সুযোগ;
ডুবে আছে; ডুবে থাকে অজর ঝরায়। মেয়ে তুমি
আদরের আল্পনা এঁকেছিল মনে আছে? যদি তুমি
নদী হয়ে ছলাৎ ছলাৎ চলো মোহনার টানে; আমি
পিছু পিছু। তোমার স্রোতাস্বনী স্বাদ নেয় চোখ।
মানুষতো ভুলে যায় অতিতের অনেক কথাই; ভোলে না
সকাল। ভোলে না কখনো কথা অতিতের গা ঘেষেঁ
স্মৃতির সন্ধ্যাৎ আর ঝরঝরে কালোরাত; রাতের
শাদা পাড় আঁচলের অংশও।
আমাদের আরো কিছু রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
ত্রিদিব দস্তিদার,সমুদ্র গুপ্ত, ওয়াহিদুল হক, জিয়া,
হায়দার; শামসুর রাহমান, অনন্ত জাতিদ, রাকিবুল
ইসলাম, সুফিয়া কামাল, কে জি মোস্তফা, মনিরুজ্জামান,
সিতারা পারভীন, জাহিদুল হক, জেব উন নেসা জামাল,
সত্যজিৎ রায় আর নিলুফার ইয়াসমিন প্রয়োজন। যাদের
মুগ্ধকরা ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায়
চিঠি লিখো/ দিও তোমার মালা খানি বাউলেরই মনটারে
অথবা সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে
তোমার কপালে ছোঁয়াবো গো ভাবি মনে মনে...
উচ্চারিত হবে আন্তরিক মোহবন্ধনে; প্রতিদিন প্রতিক্ষনে...


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!