• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পূর্ব-পশ্চিমের দেশগুলোতে কয়লা রপ্তানির পরিকল্পনা রাশিয়ার


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ২৯, ২০১৮, ০৮:৫৫ পিএম
পূর্ব-পশ্চিমের দেশগুলোতে কয়লা রপ্তানির পরিকল্পনা রাশিয়ার

ঢাকা : ২০১৮ সালের মধ্যেই ২০ কোটি টন কয়লা রপ্তানির লক্ষ্য নির্ধারণ করেছে রাশিয়া। সম্প্রতি দেশটির জ্বালানি মন্ত্রী আলেকজেন্ডার নোভাক এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

মন্ত্রী জানান, ২০ কোটি টন কয়লার মধ্যে ১০ কোটি পশ্চিমের এবং বাকি ১০ কোটি টন রাশিয়ার পূর্বের দেশগুলোতে রপ্তানির পরিকল্পনা নেয়া হয়েছে।

জ্বালানি মন্ত্রনালয়ের হিসেবে, ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশটিতে কয়লার উৎপাদন সাড়ে ১৫ ভাগ বেড়ে হয়েছে ৪১ কোটি টন। আর চলতি বছরে রপ্তানির লক্ষ্য অর্জনে দেশটির খনিগুলো থেকে ৪২ কোটি টন কয়লা উত্তোলন করা হবেও বলে জানান মন্ত্রী।

এতে ১৯৮৮ সালের পর এটি হতে যাচ্ছে রাশিয়ার কয়লা উত্তোলনের সর্বোচ্চ রেকর্ড।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!