• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পৃথিবীতে আছড়ে পড়েছে মহাকাশযানের ধ্বংসাবশেষ


বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক এপ্রিল ২, ২০১৮, ১২:০৬ পিএম
পৃথিবীতে আছড়ে পড়েছে মহাকাশযানের ধ্বংসাবশেষ

ঢাকা: পৃথিবীতে আছড়ে পড়েছে মহাশূণ্যে অকেজো হয়ে পড়া চীনের মহাকাশ ল্যাবরেটরি তিয়ানগং- ওয়ানের ধ্বংসাবশেষ। বাংলাদেশ সময় সোমবার (২ এপ্রিল) সকালে নভোযানটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়েছে বলে জানিয়েছে চীনের মহাকাশ সংস্থা।

পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর স্পেস রকেটটির বেশিরভাগ অংশই পুড়ে ছাই হয়ে গেছে। কিছু ধ্বংসাবশেষ ভূ-পৃষ্ঠে এসে পৌঁছেছে।

২০১৬ সালেই নভোযানটির নিয়ন্ত্রণ হারান চীনের বিজ্ঞানীরা। তখন থেকেই এটি পৃথিবীর কোথায় আছড়ে পড়বে তা নিশ্চিত করে বলা যাচ্ছিল না।

২০২২ সালের মধ্যে মানুষের বসবাস উপযোগী একটি মহাকাশ কেন্দ্র মহাশূন্যে পাঠানোর লক্ষ্য চীনের। তারই পূর্ব প্রস্তুতি ছিলো এই তিয়ানগং-ওয়ান স্পেস ল্যাব। ২০১১ সালে এটি কক্ষপথে প্রবেশ করে।


সোনালীনিউজ/জেডআরসি/আকন

Wordbridge School
Link copied!