• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পৃথিবীর ইতিহাসে ৫ ভয়াবহ ভূমিধস


আন্তর্জাতিক ডেস্ক জুন ১৩, ২০১৭, ০৫:৫৮ পিএম
পৃথিবীর ইতিহাসে ৫ ভয়াবহ ভূমিধস

ভূমিধস

ঢাকা: বাংলাদেশের পাহাড়ি এলাকাগুলোতে বর্তমানে চলছে হাহাকার। বিশেষ করে কয়েক বছরে পাহাড়ধস বা ভূমিধসের ঘটনা বেড়ে গেছে। সেই সঙ্গে প্রাণহানির সংখ্যাও বেড়েছে আশঙ্কাজনক হারে।

মূলত, প্রবল বৃষ্টিপাতের ফলে পাহাড়ি এলাকার মাটির নরম ও নিচের অংশ স্থানচ্যূত হয়ে এই দুর্যোগ দেখা যায়। এতে বহু মানুষের জীবন্ত কবর রচিত হয়। স্মরণকালের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে এমন ভয়াবহ ঘটনা ঘটেছে। হাজার হাজার প্রাণহানির ঘটনাও ঘটেছে।   

ভয়াবহতা

বিভিন্ন ওয়েবসাইটে দেয়া তথ্যমতে, মৃতের সংখ্যা হিসেবে সবচেয়ে বড় ভূমিধসের ঘটনা ঘটেছে ইরানে। ১৯৯০ সালের ২০ জুন পশ্চিম ইরানে ঘটা ভূমিধসে প্রাণ হারিয়েছে প্রায় ৪০-৫০ হাজার মানুষ।  

মাটিচাপা পড়া ভবন

এরপর মৃতের সংখ্যা হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে পেরুতে ঘটে যাওয়া ভূমিধস। ১৯৭০ সালের ৩১ মে পেরুর ওই ভূমিধসে মৃত্যু হয় অন্তত ২০ হাজার মানুষের। 

এরপর তৃতীয় স্থানে রয়েছে সুইস আল্পসে ঘটে যাওয়া খ্রিস্টপূর্ব ২১৮ সালের ভূমিধসের ঘটনা। এতে প্রাণ হারিয়েছিল প্রায় ১৮ হাজার মানুষ।  

ভয়াবহ ধস

প্রাণহানির বিচারে চতুর্থ ভয়াবহতম ভূমিধসের ঘটনা আবারো ওই পেরুরই। ১৯৪১ সালের ১৩ ডিসেম্বর পেরুতে ঘটে যাওয়া ওই ভূমিধসে প্রাণ হারাতে হয় ৬ হাজার লোকের।  

আর পঞ্চম স্থানে রয়েছে ভারত। ২০১৩ সালের জুন মাসে ভারতের কেদারনাথে ভয়াবহ ভূমিধসের ঘটনায় প্রাণহারায় ৫ হাজার ৭শ জন।

সোনালীনিউজ/এন

Wordbridge School
Link copied!