• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পেট্রোল ড্রাম বিস্ফোরণে বাবা-ছেলেসহ দগ্ধ ৩


ময়মনসিংহ প্রতিনিধি ফেব্রুয়ারি ২৭, ২০১৭, ০৫:০৩ পিএম
পেট্রোল ড্রাম বিস্ফোরণে বাবা-ছেলেসহ দগ্ধ ৩

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পেট্রোলের ড্রাম বিস্ফোরণে বাবা-ছেলেসহ তিনজন দগ্ধ হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রাজিবপুর ইউনিয়নের কাবির বকশি গ্রামে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, নজরুল ইসলাম (৬০), ছেলে রমজান আলী (২২) ও আবুল কালাম (৩৫)। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের স্বজনরা জানায়, উপজেলার কাবির বকশি গ্রামের নজরুল ইসলাম গত কয়েকদিন আগে বাজার থেকে একটি খালি পেট্রোলের ড্রাম কিনেন। সোমবার দুপুরে খালি ড্রামে একটি ছিদ্র দেখে মোমবাতি দিয়ে ছিদ্র বন্ধ করতে গেলে মোমবাতির আগুনে ড্রামে আগুন ধরে যায়। এ সময় দগ্ধ হয়  নজরুল ইসলাম। তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয় ছেলে রমজান আলী ও প্রতিবেশি বাহার উদ্দিনের ছেলে আবুল কালাম।

প্রতিবেশিরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

মমেক হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ আলী জানান, কালামের মুখমন্ডলসহ শরীরের দশ ভাগ বাকীদের মুখ ও পেটসহ পাঁচ ভাগ পুড়ে গেছে। বর্তমানে সবাই আশঙ্কামুক্ত।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!