• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পেরেসিচের গোলে সমতায় ফিরল ক্রোয়েশিয়া


ক্রীড়া ডেস্ক জুলাই ১৫, ২০১৮, ০৯:৩৭ পিএম
পেরেসিচের গোলে সমতায় ফিরল ক্রোয়েশিয়া

ঢাকা: দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের পথে এগিয়ে গেল ফ্রান্স। বক্সের অদুরে থেকে আঁতোয়া গ্রিয়েজমানের ফ্রি কিক মারিও মানজুকেচের শরীরে লেগে ক্রোয়েশিয়ার জালে প্রবেশ করতেই ১-০ গোলে এগিয়ে যায় ফরাসিরা। তবে দশ মিনিট পরে সমতা ফেরায় ক্রোয়েটরা। দর্শনীয় গোলটি করেন ইভান পেরেসিচ।  

রোববার (১৫ জুলাই) মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে রাশিয়া বিশ্বকাপের শিরোপা যুদ্ধে মাঠে নামে সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স আর উজ্জীবিত ক্রোয়েশিয়া। ফাইনাল ম্যাচের ১৮ মিনিটে  ফ্রি কিক পায় ফ্রান্স। ডি বক্সের বাইরে থেকে গ্রিজম্যানের ফ্রি কিকে মানজুকিচের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ক্রোয়েশিয়া।

আত্মঘাতী গোলে পিছিয়ে গড়ে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ক্রোয়েশিয়া। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মডরিচের দলকে। ভিদার শটে বল পেয়ে দারুণ শটে ফ্রান্সের জালে বল জড়িয়ে দেন সেমিফাইনালের নায়ক ইভান পেরেসিচ।

আজকে ম্যাচে ৪-৩-৩ ফরমেশনে ফ্রান্স একাদশ সাজিয়েছেন দিদিয়ের দেশম। একই ফরমেশনে দল খেলাচ্ছেন ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিচও। এখন পর্যন্ত ৫বার মুখোমুখি হয়েছে ফ্রান্স-ক্রোয়েশিয়া। দু’দলের লড়াইয়ে কখনো হারেনি ফরাসিরা। ক্রোয়াটদের বিপক্ষে ৩ জয়ের বিপরীতে তাদের ড্র ২।

ফ্রান্স একাদশ: হুগো লরিস, বেঞ্জামিন পাভার্ড, রাফায়েল ভারানে, স্যামুয়েল উমতিতি, লুকাস হার্নান্দেজ, পল পগবা, এন'গোলো কন্তে, করেনতিন তলিসো, কিলিয়ান এমবাপ্পে, আঁতোয়া গ্রিজমান ও অলিভিয়ের জিরু।

ক্রোয়েশিয়া একাদশ: দানিয়েল সুবাসিচ, সিমে ভারসালকো, দেজান লভরেন, দমাগোজ ভিদা, ইভান স্ট্রিনিচ, মার্সেলো ব্রোজোভিচ, লুকা মদ্রিচ, ইভান রাকিতিচ, আন্তে রেবিচ, ইভান পেরেসিচ, মারিও মানজুকিচ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!