• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পেসার রুবেলের চোখে সফল অস্ত্রপচার


ক্রীড়া প্রতিবেদক জুন ২১, ২০১৭, ০৯:১৭ পিএম
পেসার রুবেলের চোখে সফল অস্ত্রপচার

ঢাকা: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের বাম চোখে সফল অস্ত্রপচার সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জুন) মিরপুরের ডেলটা হাসপাতালে তার অস্ত্রপচার সম্পন্ন হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) চিকিৎসক দেবাশীষ চৌধুরী এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অস্ত্রপচারের মধ্যে দিয়ে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন রুবেল। চোখের আর একটু কাছাকাছি হলে বড় সমস্যায় পড়তে হতো তাকে। সৌভাগ্যক্রমে এ যাত্রায় বেঁচে গেছেন। বিসিবির এই চিকিৎসক জানান ‘খেলায় ফিরতে অন্তত ৪ থেকে ৬ সপ্তাহ লাগতে পারে রুবেলের।’

প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলা শেষে হোটেলে ফিরে রুমের দরজায় ধাক্কা খান রুবেল। এতে তার বাম চোখ আর কানের মাঝখানের হাড় মচকে যায়! বিষয়টি প্রথমে গুরুত্ব না দিলেও দেশে ফিরে হালকা ব্যথা অনুভব করেন তিনি। পরে চিকিৎসকের স্বরনাপন্ন হন রুবেল।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!