• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের অনুরোধ’


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১, ২০১৬, ০৭:৩৬ পিএম
‘পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের অনুরোধ’

আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে তৈরি পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এছাড়া পোশাক শ্রমিকদের পর্যায়ক্রমে ঈদের ছুটি দিতে বলেছেন।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে করণীয় ও প্রাসঙ্গিক বিষয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সভাশেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, ঈদের সময় টাকা বহন করার জন্য যে যখন নিরাপত্তা চাইবে, নিরাপত্তার জন্য পুলিশ দেয়া হবে। এছাড়া নাশকতা প্রতিরোধে ঈদগাহগুলোতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেয়া।

সভায় আরও উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!