• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পোলিং এজেন্টদের প্রশিক্ষণের কথা ভাবছে ইসি


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২১, ২০১৮, ০১:০৮ পিএম
পোলিং এজেন্টদের প্রশিক্ষণের কথা ভাবছে ইসি

ঢাকা: নির্বাচন কমিশন প্রথমবারের মতো এ বছর পোলিং এজেন্টদের ট্রেনিং দেয়ার কথা ভাবছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

রোববার (২১ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ইনস্টিটিউটে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং ইভিএম ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

নুরুল হুদা বলেন, ‘এ বছর প্রথমবারের মতো পোলিং এজেন্টদের ট্রেনিং দেয়ার কথা ভাবছে নির্বাচন কমিশন।’

তিনি বলেন, ‘রাতভর ব্যালট পাহারা দেয়ার দিন শেষ। আস্তে আস্তে ইভিএম ব্যবহারের দিকে যেতে হবে নির্বাচন কমিশনকে। ভোটাররা নির্বিঘ্নে যেন ভোট দিতে পারে সেদিক বিবেচনা করে কাজ করতে হবে।’


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!