• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পোশাক শ্রমিকদের ‘আওয়াজ’


সাহিত্য-সংস্কৃতি প্রতিবেদক জুন ১৭, ২০১৭, ০৭:২৬ পিএম
পোশাক শ্রমিকদের ‘আওয়াজ’

ঢাকা: বাংলাদেশের পোশাক শ্রমিকদের জীবনের ভেতরের গল্প, কর্মস্থলের বৈষম্য আর অধিকার নিয়ে নির্মিত হয়েছে মানবাধিকার বিষয়ক প্রামাণ্য চিত্র ‘ওয়ার্কার ভয়েস’ বাংলায় শ্রমিকের আওয়াজ।

এক ঘণ্টা দীর্ঘ এই ছবিতে নারী পোশাক শ্রমিকদের জীবনের নির্মম বাস্তবতা ও অভিব্যক্তি তুলে ধরা হয়েছে। ছবিটি নির্মাণ করেছেন মানবাধিকারকর্মী ও আইনবিদ সম্তলী হক। প্রয়োগ ভাবনা বা ছবিটি পরিচালনা করেছেন মোহাম্মদ রোমেল।

ওয়ার্কার ভয়েস ছবিতে তেজগাঁও, বেগুনবাড়ীর পোশাকশিল্প এলাকা আর মিরপুর রূপনগরের পোশাক শ্রমিকদের দেখানো হয়েছে।

গত ১৩ জুন বেলা ১১টায় রাজধানীর ইএমকে সেন্টারের আড্ডারুমে প্রদর্শিত হয়েছে ছবিটি। এর আগে দেশের বাইরে জার্মানি অষ্ট্রেলিয়াসহ মার্কিনযুক্তরাষ্ট্রের সাতটি শহরে দেখা হয়েছে।

পোশাক শ্রমিক

নির্মাতা সম্তলী হক বলেন, নারী শ্রমিকদের অধিকার ও জীবনয়াত্রার মান উন্নয়নে ট্রেড ইউনিয়ন গঠন ও অধিকার সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। শুধু ডকুমেন্টরি করা নয়, শ্রমিকদের ভেতরের আওয়াজ তুলে এনে বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করছি।

সোনালীনিউজ/এন

Wordbridge School
Link copied!