• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘পোড়ামন টু’ দেখতে যে দর্শক, শাকিবেরর ছবিতেও এতো দর্শক হয় না’


বাবুল হৃদয় জুন ২৪, ২০১৮, ০৪:১০ পিএম
‘পোড়ামন টু’ দেখতে যে দর্শক, শাকিবেরর ছবিতেও এতো দর্শক হয় না’

পোড়ামন ২ সিনেমার পোস্টার ও শাকিব খান

ঢাকা: ‘পোড়ামন ২’ ছবির জন্য যে পরিমাণ দর্শক আসছে, শাকিব খানের ছবি এখানে চালালেও এতো দর্শক হয় না।’ বলেছেন, বলাকা সিনেমা হলে টিকেট কাউন্টারের পাশে থাকা নিরাপত্তারক্ষী হযরত আলী। নয় বছর ধরে তিনি বলাকায় নিরাপত্তার কাজে নিয়োজিত।

কোন ছবির দর্শক কেমন হয়, তার প্রত্যক্ষদর্শী এই আলী। ‘পোড়ামন টু’ নিয়ে আলাপকালে তিনি জানান, ‘পোড়ামন ২’ চলাকালে দর্শকদের চাপ অনেক বেশি। হাউজফুল পেয়েছি। ‘পোড়ামন ২’ এর আগে শেষ কবে হাউজফুল গেছে আমার মনে নেই।’ নিরাপত্তা রক্ষী হযরত আলী আরও বলেন, ‘এই ছবির নায়ক-নায়িকা দুজনেই নতুন। তারা খুব ভালো কাজ করেছে। ছবিটা আমি নিজেও দেখেছি। খুব ভালো লেগেছে।’ 

দেশের মধ্যে ২২টি সিনেমাহলে মুক্তি পেলেও প্রথম সপ্তাহেই ছবিটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। চলচ্চিত্র বোদ্ধাদের অভিমত, জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবিটি ভালো ব্যবসা করবে। ইতোমধ্যে তার প্রমাণও মিলেছে।

 বলাকা সিনেমাহলের ম্যানেজার মোহাম্মদ শাহীন বলেন, ‘ঈদের দিন (১৬ জুন) থেকে বলাকায় ‘পোড়ামন ২’ ছবিটি প্রদর্শিত হচ্ছে। অনেকদিন পর এই ছবির মাধ্যমে হাউজফুল পেয়েছি। যৌথ প্রযোজনার ছবির বাইরে দেশের ছবি হিসেবে প্রথম সপ্তাহ খুবই ভালো চলছে। সকাল ১০.৩০, দুপুর ১ টা, বিকেল ৩.৩০ ও সন্ধ্যা ৬.৩০ এই চারটি করে শো চালাচ্ছি।’

বলাকা সিনেমাহল অবস্থিত নগরীর নিউমার্কেট-নীলক্ষেত এলাকায়। পাশেই অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বুয়েট, ঢামেক, টিটিসি কলেজ। শিক্ষাপ্রতিষ্ঠান অধ্যুষিত এই একালার সিনেমাহলে সাধারণ দর্শকদের মধ্যে শিক্ষার্থী থাকে বেশি। ঈদের সময় এদিকের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরেও ‘পোড়ামন ২’ ছবি প্রদর্শন করে কর্তৃপক্ষে মুখে হাসি ফুটেছে।

মোহাম্মদ শাহীন আরো বলেন, ‘এই সপ্তাহে কলেজ-বিশ্ববিদ্যালয় খুলবে। এবার আরো দর্শক হবে বলে আশা করছি।’ সাতদিনে ‘কত টাকা ব্যবসা করেছে?’ প্রথমে জানাতে না চাইলেও একপর্যায়ে হলের ম্যানেজার শাহীন জানান, ‘‘প্রথম সপ্তাহে ‘পোড়ামন ২’ ব্যবসা করেছে প্রায় ১২ লক্ষ টাকা।’ যেটিকে তিনি ‘রেকর্ড’ হিসেবে দাবি করেছেন।

তিনি আরও বলেন, ‘দেশের গল্প ভালো ছবি বানাতে পারলে যে দর্শক ছবি দেখে ‘পোড়ামন ২’ তার প্রমাণ।’ তার মতে, ‘‘দর্শক ভালো গল্প, ভালো অভিনয়, পরিষ্কার নির্মাণ এই তিনটা যে ছবিতে একসাথে পায়, সেই ছবি গ্রহণ করে। ‘পোড়ামন ২’ তেমনই একটি ছবি।’

‘পোড়ামন ২’ ছবিটি প্রযোজনা করেছেন জাজ মাল্টিমিডিয়া, যার কর্ণধার আবদুল আজিজ। তিনি জানিয়েছেন, ‘‘সাতদিনে বলাকা থেকে ‘পোড়ামন ২’ ব্যবসা করেছে ১১ লাখ ৯৪ হাজার ৩৫ টাকা। এর আগে আমার প্রযোজিত বেশিভাগ ছবি বলাকায় প্রদর্শিত হয়েছে। কিন্তু সাতদিনে এতো টাকার ব্যবসা আর কোনো ছবি করেনি। বাংলাদেশের ছবি হিসেবে এই ছবি বেশি ব্যবসা করেছে।’’

আবদুল আজিজ আরও বলেন, ‘এর আগে ‘বাদশা’ ও ‘নবাব’ ভালো ব্যবসা করেছিল। টাকার সঠিক অ্যামাউন্ট ঠিক মনে নেই। তবে এটা নিশ্চিত যে, জাজের নির্মিত কোনো ছবি এই প্রথম বলাকা থেকে প্রথম সপ্তাহে এত ব্যবসা করেছে।’

শুধু বলাকা নয়, ঢাকার বিলাসবহুল স্টার সিনেপ্লেক্স-এও চলছে ‘পোড়ামন ২’। খোঁজ নিয়ে জানা গেছে, ছবিটি সেখানেও ভালো চলছে। প্রতিষ্ঠানটির মিডিয়া ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ জানান, ‘গত সপ্তাহ ‘পোড়ামন ২’ প্রদর্শিত হয়েছে। ২৪ জুন থেকে ২৭ জুন পর্যন্ত সিনেপ্লেক্সে ছুটি থাকার বন্ধ আছে। ছুটি শেষ হলে আবার চলবে। গত সপ্তাহে খুব ভালো চলছে।’ তিনি বলেন, ‘প্রতিদিন দুইটি করে শো প্রদর্শন করেছি। ৮০ শতাংশ দর্শকের উপস্থিত ছিল। আমাদের দেশের ছবি হিসেবে দর্শকদের উপস্থিতির এই এভারেজটা খুবই ভালো।’

‘পোড়ামন ২’ ছবির পরিচালক রায়হান রাফী। ছবিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরি, বাপ্পারাজ, সাইদ বাবু, ফলজুর রহমান বাবু, আনোয়ারা, রেবেকা রউফ, চিকন আলী প্রমুখ। প্রথমে ২২ সিনেমা হলে মুক্তি পেলেও দ্বিয়ীয় সপ্তাহে এসে যোগ হয়েছে আরও এক হল, শেরপুরের কাকলী। মোট ২৩ সিনেমা হলে চলছে মহাসমারোহে চলছে ‘পোড়ামন ২’।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!