• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রকাশ্যে যৌনতায় মেতে ওঠা প্রেমিক যুগল কাঠগড়ায়, তারপর...


বিচিত্র ডেস্ক অক্টোবর ২০, ২০১৭, ১০:৩১ এএম
প্রকাশ্যে যৌনতায় মেতে ওঠা প্রেমিক যুগল কাঠগড়ায়, তারপর...

ঢাকা: প্রকাশ্যেই যৌনতায় মেতে উঠেছে যুগল। অল্প সময়ের জন্য নয়, প্রায় আঠারো মিনিট ধরে চলে তাদের এই কাণ্ড। বাইরের পৃথিবী সম্পর্কে যেন কোনো হুঁশই নেই। ঘটনাটি ঘটেছে ব্রিটেনের এক জনপ্রিয় ডমিনোজ-এর স্টোরে। আর এক স্টোরকিপারের মাধ্যমেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সিসিটিভি ফুটেজে ধরা পড়া এই দৃশ্যগুলি।

জানা যায়, প্রকাশ্যে যৌনতায় মেতে ওঠা এই যুগলের নাম ড্যানিয়েলা হির্সট ও ক্রেগ স্মিথ। প্রেমিক ক্রেগের জন্মদিন সেলিব্রেট করতেই ডমিনোজ-এ গিয়েছিলেন ড্যানিয়েলা। সেখানে পিজ্জার অর্ডারও দেন তারা। কাউন্টারে থাকা কর্মী সেই অর্ডারের ব্যবস্থা করতে গেলেই যৌনক্রিয়ায় মেতে ওঠেন দু’জনে। কিন্তু তখন তারা আঁচ করতে পারেননি যে পুরো ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। পরে এক কর্মীর মাধ্যমে তা ভাইরাল হলে গ্রেপ্তার করা হয় ড্যানিয়েলা ও ক্রেগকে।

শোনা গেছে, নর্থ ইয়র্কশায়ার পুলিশের জিজ্ঞাসাবাদের সময় তাদেরই ভিডিও দেখানো হয় তাদের। নিজেদের এই কাণ্ড দেখে নাকি ভেঙে পড়েন ড্যানিয়েলা। আফশোসের শেষ ছিল না তার। তবুও প্রকাশ্যে অশ্লীলতার দায়ে কাঠগড়ায় দাঁড়াতে হয় তাঁদের। অনেক অনুনয়-বিনয় করে এ যাত্রায় হাজতবাস থেকে নিস্তার মিলেছে।  

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!