• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রতারণার মামলায় কলেজ শিক্ষকের ৭ বছরের জেল


রাজশাহী প্রতিনিধি ফেব্রুয়ারি ২৮, ২০১৭, ০১:৫২ পিএম
প্রতারণার মামলায় কলেজ শিক্ষকের ৭ বছরের জেল

রাজশাহী: প্রতারণার মামলায় রাজশাহী কলেজের সমাজ কর্ম বিভাগের শিক্ষক শিরিন সুফিয়াকে ৭ বছরের জেলা দিয়েছে আদালত। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী যুগ্ম মহানগর জর্জ-১ আদালতের বিচারক শরিফুল ইসলাম এ রায় দেন। চেক জালিয়াতির বিষয়ে তার ভাই এ মামলা দায়ের করেন।

আদালত সূত্র থেকে জানা যায়, রাজশাহী কলেজের সমাজ কর্ম বিভাগের শিক্ষক শিরিন সুফিয়ার বিরুদ্ধে আদালতে প্রতারণার মামলা করেন এক ব্যক্তি। ওই মামলায় শিরিন সুফিয়ার বিরুদ্ধে প্রতারণা করার বিষয়টি প্রমাণিত হওয়ায় ধারা ৪০৬ ও ৪২০ এ বিচারক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

শিরিন সুফিয়া খাতুনের বিরুদ্ধে তার ভাই ওবাইদুল মুক্তাদির চেক জালিয়াতির অভিযোগে একটি মামলা করেছিলেন।

এদিকে রাজশাহী কলেজ সূত্র জানায়, শিরিন সুফিয়া রাজশাহী নগরীর নওদাপাড়ায় অবস্থিত সরকারি বরেন্দ্র কলেজের সমাজ কর্ম বিভাগের শিক্ষক। তবে সেখান থেকে তিনি সংযুক্তি হিসেবে রাজশাহী কলেজে শিক্ষকতা করেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!