• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘প্রতিবন্ধী ও বয়স্কভাতা বাড়ানো হবে’


নিজস্ব প্রতিবেদক মে ২০, ২০১৮, ০৬:১০ পিএম
‘প্রতিবন্ধী ও বয়স্কভাতা বাড়ানো হবে’

ফাইল ফটো

ঢাকা: সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, প্রতিবন্ধী ও অসহায় বয়স্কদের বর্তমানে যে পরিমাণ ভাতা দেয়া হয় তা খুব সামান্য। তাই এই ভাতার পরিমাণ বাড়ানো এখন সময়ের দাবি।

তিনি বলেন, আগামী অর্থবছরে প্রতিবন্ধী ও বয়স্ক নাগরিকদের জন্য ভাতার পরিমাণ বাড়ানো হবে।

রোববার (২০ মে) রাজধানীর সুইড বাংলাদেশ মিলনায়তনে রমনা থানা ও শাহবাগ এলাকার প্রতিবন্ধী ও বয়স্ক জনগোষ্ঠীদের ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেনন।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, দেশে বর্তমানে প্রায় ১ কোটি ৩০ লাখ বয়স্ক মানুষ রয়েছে। যাদের মধ্যে অনেকেই অস্বচ্ছল, অসহায়। দেশের এই অভিজ্ঞ জনগোষ্ঠীর কথা অবশ্যই সরকারের বিবেচনায় রয়েছে।

তিনি বলেন, প্রতিবন্ধীরা এ দেশেরই নাগরিক। তাদের পিছনে ফেলে রেখে দেশ এগিয়ে যেতে পারে না। এই পিছিয়ে থাকা মানুষদের জন্য সবারই এগিয়ে আসা উচিত।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!