• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ ১০০ কোটি টাকা


নিজস্ব প্রতিবেদক জুন ২, ২০১৬, ০৯:৩৮ পিএম
প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ ১০০ কোটি টাকা

২০১৬-২০১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিবন্ধীদের জন্য বিশেষ সুযোগ সৃষ্টিতে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার (২ জুন) জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন তিনি।

বাজেট বক্তৃতায় প্রতিবন্ধীদের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা আগামী বছর থেকে তাদের সুবিধার জন্য যানবাহনে (যেমন রেল, নৌ বা মহানগরে বাসে) বিশেষ ব্যবস্থা নেব।’

এরইমধ্যে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধীদের জন্য ‘কিছু পদক্ষেপ’ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “সরকারি স্থাপনা ও গণ-শৌচাগারে প্রতিবন্ধীদের জন্য কিছু বিশেষ সুযোগ সৃষ্টি করব। এসব অতিরিক্ত সুযোগ সৃষ্টির লক্ষ্যে মোট ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।”

অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা ২৫ শতাংশ বাড়িয়ে তাদের ভাতার হার পাঁচশ শতাংশ বাড়িয়ে ১০০ টাকা থেকে ৬০০ টাকা করার প্রস্তাব করেন মন্ত্রী।

বর্তমানে দেশে প্রায় দেড় কোটি প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন বলে জানিয়ে মন্ত্রী বলেন, এর মধ্যে অক্ষম, বৃদ্ধ পুরুষ ও মহিলারা অন্তর্ভুক্ত রয়েছেন বলে ধারণা করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!