• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রতিবন্ধীদের বেকারি ‘সাইলেন্ট কেক’


ফিচার ডেস্ক মে ২৬, ২০১৮, ০৪:১৪ পিএম
প্রতিবন্ধীদের বেকারি ‘সাইলেন্ট কেক’

ঢাকা : প্রতিবন্ধীদের কর্মসংস্থানের অনন্য উদাহরণ চীনের সাইলেন্ট কেক বেকারি। প্রতিষ্ঠানটির কোন কর্মচারী কানে শুনতে বা কথা বলতে পারেন না। হাতের ইশারা আর কাগজে লিখেই চলছে সব ধরণের দেন দরবার।

গুয়াংডং প্রদেশের সাইলেন্ট কেক বেকারি। ক্রেতাদের ভিড় থাকলেও এখানে নেই বাড়তি কোলাহল।

দোকানের ১৬ জন কর্মচারীর সবাই শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী। তবে গ্রাহকদের হাসিমুখে বরণ করে নিতে ভুল করেননা কেউ। তথ্য আদান প্রদানের জন্য ব্যবহার করা হয় সাংকেতিক ভাষা আর হাতে লেখা নোট।

একজন পুরুষ গ্রাহক বলেন, ‘প্রথমবার এসেই আমার এই জায়গাটা বেশ পছন্দ হয়েছিল। এখনকার লোকজন বেশ অতিথিপরায়ণ ও শান্তিপ্রিয়।’

চীনে প্রতিবন্ধীদের চাকুরীর জন্য বিশেষ কোটা চালু থাকলেও আধুনিক শ্রমবাজারে প্রতিবন্ধীদের জন্য চাকুরী যোগাড় করাটা বেশ কষ্টসাধ্য। সাইলেন্ট কেকের মাধ্যমে তাদের কাজের সুযোগ দিতে পেরে বেশ আনন্দিত এর প্রতিষ্ঠাতা কিউ জুনকুন।

সাইলেন্ট কেকের প্রতিষ্ঠাতা কিউ জুনকুন বলেন, ‘প্রতিবন্ধীরা সমাজে অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকে। অনেকেই তাদের চাকুরীতে নিয়োগ দিতে চান না। এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্যে আমি সবসময়েই এগিয়ে আসতে চেয়েছিলাম।’

সাইলেন্ট কেকের কাজের পরিবেশ কর্মীদের জন্য বেশ সহায়ক বলেই সাংকেতিক ভাষায় জানালেন এর ম্যানেজার ওয়াং কানরান।

সাইলেন্ট কেকের ম্যানেজার ওয়াং কানরান বলেন, ‘আমি এখানে ক্যাশিয়ারের কাজের পাশাপাশি ব্যবস্থাপনার দায়িত্বে আছি। এই চাকরিটা আমার খুবই পছন্দ। আমি নিজেও একটি খাবারের দোকান চালুর কথা ভাবছি।’

পহেলা মার্চ উদ্বোধনের পরই জনপ্রিয় হয়ে উঠেছে এই বেকারিটি। ছুটির দিনে প্রায় পাঁচশর বেশি গ্রাহক আসে এখানে। বাড়তি কাস্টমারদের সেবা দিতে ‘সাইলেন্ট কেকে’র একটি নতুন শাখা চালুর কথা ভাবছেন এর প্রতিষ্ঠাতা।

সোনালীনিউজ/জেডআরসি/এমটিআই

Wordbridge School
Link copied!