• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘প্রতিবন্ধীদের শিক্ষা নিশ্চিত করতে হবে’


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৩, ২০১৬, ০১:০৬ পিএম
‘প্রতিবন্ধীদের শিক্ষা নিশ্চিত করতে হবে’

প্রতিবন্ধীদের মেধা বিকাশের সুযোগ দিতে হবে। বিদ্যালগুলোতে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি তাদের শিক্ষার বিষয়টিও নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৩ নভেম্বর) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে জাতির উন্নয়ন স্তম্ভিত হয়ে যায়। যারা ক্ষমতায় আসে তারা সাধারণ মানুষের চেয়ে নিজেদের ভাগ্য গঠনে গুরুত্ব দেয়।’

প্রতিবন্ধীদের উৎপাদিত পণ্য ব্যবহারে সবাইকে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যেকোনো উৎসবে আমি প্রতিবন্ধীদের তৈরি কার্ড ব্যবহার করি।’

শেখ হাসিনা বলেন, ‘আমরাই প্রতিবন্ধীদের জন্য আইন পাস করেছি। শিক্ষাখাতে তাদের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছি। প্রতিবন্ধীদের জন্য শিক্ষার উন্নয়নে আমরা নানা ধরনের কাজ করে যাচ্ছি। বিসিএসের তাদের জন্য কোটা আমরা চালু করি। তাদের ভাতা দেওয়া হচ্ছে। ১৫ লাখ প্রতিবন্ধীর তালিকা তৈরি করা হয়েছে। তাদের সব ধরনের সুযোগ আমরা দেব। সাধারণ ছেলেমেয়েদের সঙ্গে তারা জন্য পড়াশোনা করতে পারে। সাধারণ ছেলেমেয়েদের থেকে তাদের আলাদা করলে তা তাদের জন্য ভালো হবে না।’

শেখ হাসিনা বলেন, ‘খেলাধুলায় আমরা অনেক ভালো করছি। আন্তর্জাতিকভাবে এগিয়ে গেছি। কিন্তু পুরস্কার অর্জন করছে প্রতিবন্ধীরা। ক্রিকেট খেলা থেকে শুরু করে সব কিছুতে তারা এগিয়ে গেছে। তাদের জন্য আলাদা কমপ্লেক্স তৈরি করা হবে।’

তিনি বলেন, ‘প্রতিবন্ধীদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। শিক্ষক, অভিভাবক সবাইকে সচেতন থাকতে হবে। প্রতিবন্ধীদের সাহায্যে সমাজের বিত্তশীলদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।’

তিনি আরো বলেন, ‘আমরা সামগ্রিকভাবে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশকে আমরা আরো এগিয়ে নেব। সেই সঙ্গে প্রতিবন্ধীদের সুন্দরভাবে বেঁচে থাকার সুযোগ করে দেব।’

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!