• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা


মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি সেপ্টেম্বর ৬, ২০১৭, ১২:৩৫ পিএম
প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা

ঝালকাঠি: জেলার কাঁঠালিয়ায় আসন্ন দূর্গাপূজাকে সামনে রেখে ব্যস্ত সময় চলছে মৃৎ শিল্পীদের। ঝালকাঠির এ উপজেলায় ৫৫টির বেশী পূজামন্ডপে প্রতিমা তৈরি হচ্ছে।

কাশফোঁটা শারদীয় এ উৎসবকে ঘিরে মন্দিরগুলোতে চলছে ব্যপক প্রস্তুতি। দেবী দূর্গার অনিন্দ্য সুন্দর রুপ দিতে রাতভর চলছে প্রতিমা তৈরির কাজ। ইতোমধ্যে প্রতিমার কাঠামোর মাটির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এরপর শুরু হবে রং ও সাজ সজ্জর কাজ।

দূর্গাপূজাকে সমান রেখে কাঁঠালিয়া উপজেলার ৬ টিইউনিয়নে ৫৫টির বেশী মন্ডপের পূজা উদযাপন কমিটিও ব্যস্তসময় পার করছেন।

কোন কোন মন্ডপে প্রতিমা তৈরির পাশাপাশি সাজসজ্জার প্রস্তুতি ও চলছে। স্থানীয় মৃৎ শিল্পি ছাড়াও বিভিন্ন স্থান থেকে কারিগররা এখানে এসে তৈরি করছেন প্রতিমা।

দূর্গা ছাড়াও লক্ষী, স্বরস্বতী, কার্তিক, গনেশ, অসুর, সিংহ, মহিষ, পেঁচা, হাঁস, সর্পসহ প্রায় ১২ টি মূর্তি তৈরি হচ্ছে নিপূন হাতে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!