• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রতিমাসে ৭৮ জনকে আইনি পরামর্শ দিচ্ছে লিগ্যাল এইড


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১, ২০১৭, ১১:২৯ এএম
প্রতিমাসে ৭৮ জনকে আইনি পরামর্শ দিচ্ছে লিগ্যাল এইড

ঢাকা: সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি প্রতিমাসে প্রায় ৭৮ জনকে আইনগত পরামর্শ দিচ্ছে। এছাড়া গত সোয়া দুইবছরে প্রতিষ্ঠানটি দেশের সর্বোচ্চ আদালতে ৭৩৭ জনের পক্ষে মামলা পরিচালনার জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগ করা হয়েছে।

এ প্রক্রিয়ায় ৪১৪টি মামলার নিষ্পত্তি হয়েছে। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির সভায় এ বিষয় আলোচনা হয়েছে।

কমিটির চেয়ারম্যান বিচারপতি এম. ইনায়েতুর রহিমের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত সভায় কমিটির গত ২৭ মাসের কাজের পর্যালোচনা হয়।

সভায় হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ নজরুল ইসলাম, মানুষের জন্য ফাউন্ডেশনের রুমা সুলতানা, অ্যাডভোকেট আইনুন নাহার সিদ্দিকা, অ্যাডভোকেট শেখ তাহসিন আলী, মোস্তফা কামাল (ইউএসএআইডি), জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উপ-পরিচালক আবিদা সুলতানা, ল’ রিপোর্টার্স ফোরামের(এলআরএফ) সভাপতি আশুতোষ সরকার ও কমিটির সদস্য সচিব সহকারী অ্যাটর্নি জেনারেল টাইটাস হিল্লোল রেমা অংশ নেন।

সভায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কার্যালয়ের কার্যক্রম, আইনজীবী পুন:নিয়োগ ইত্যাদি বিষয় আলোচিত হয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!