• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রতিরাতে ৩০ জন পুরুষের শয্যসঙ্গী!


আন্তর্জাতিক ডেস্ক মে ১৩, ২০১৬, ০৩:১১ পিএম
প্রতিরাতে ৩০ জন পুরুষের শয্যসঙ্গী!

এ যেন রূপকথার গল্প থেকে হঠাৎ করে চরম বাস্তবের মুখোমুখি হয়ে পড়া! বাস্তব অবস্থাটা যে এতটাই নিষ্ঠুর তা কল্পনাতেও ভাবতে পারেনি কার্লা জ্যাসিন্টো। আর সেই কারণে গত চার বছরে ৪৩ হাজার ২০০ বার ধর্ষণের শিকার হতে হয়েছে তাকে! শুধু তাই নয়, যার হাতে তাকে বেঁচে দেওয়া হয়, সেখানে তাকে নির্দেশ দেওয়া হয় প্রতিদিন ৩০ জন পুরুষের শয্যাসঙ্গী হতে হবে তাকে। এবার মনে হচ্ছে তো বাস্তবটা কতটা কঠিন! এবার পুরো ঘটনায় আসা যাক।

বারো বছর বয়সে কার্লা জ্যাসিন্টো প্রেমে পড়েন এক যুবকের। জ্যাসিন্টোর মনে হয়, এই ব্যক্তিউ হয়তো তার স্বপ্নের রাজপুত্র। কিন্তু কিছুদিনের মধ্যেই পাল্টে যায় সবকিছু। একটি বড়সড় নারী-পাচারচক্রের হাতে তুলে দেওয়া হয় তাকে। এই চক্র জ্যাসিন্টোকে জোর করে দেহব্যবসায় নামায়। কথা না শুনলেই চলত অকথ্য অত্যাচার। কিল, চড়, ঘুষি, লাথি, মুখে থুথু দেওয়া তো প্রত্যেকদিনের স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। এমনকি, তাকে গরম লোহার রড দিয়ে পুড়িয়ে দিতেও গিয়েছিল বলে জানিয়েছে জ্যাসিন্টো।

এরপর কার্লা গত চার বছরে গোটা মেক্সিকোর বিভিন্ন জায়গা ঘুরে বেরিয়েছে, এবং প্রতিরাতে ৩০ জন পুরুষের শয্যসঙ্গী হতে হয়েছে তাকে। এক চরম এবং করুণ কাহিনী। যা ভাবলে যে কোনও সুস্থ মানুষ শিউরে উঠবে!

সোনালীনিউজ/ঢাকা/আমা

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!