• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের দুপক্ষে সংঘর্ষ, নিহত ১


সিলেট প্রতিনিধি জানুয়ারি ১, ২০১৮, ০৬:৩৪ পিএম
প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের দুপক্ষে সংঘর্ষ, নিহত ১

সিলেট: ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মিছিলে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৯ জন।

সোমবার (১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সিলেট নগরীর কোর্টপয়েন্ট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ছাত্রদল কর্মীর নাম শিমু আহমদ। শিমুল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক।

সিলেট কোতোয়ালি থানার ওসি গৌসুল হোসেন জানান, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় মিছিল বের করে জেলা ও মহানগর ছাত্রদল। এ সময় ছাত্রদলের ঈদগাহ গ্রুপের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে শিমুলকে ছুরিকাঘাত করা হয়। ওসমানী হাসপাতালে নেয়ার পর বিকেল পৌনে ৫টায় শিমুল মারা যান। শিমুল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া আহতদের মধ্যে কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। শিমুল দলীয় কোন্দলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়েছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ মাঠে রয়েছে বলেও জানান তিনি।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!