• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
জাতীয় ঈদগাহ

প্রত্যেককে তল্লাশির মধ্য দিয়ে আসতে হবে


নিজস্ব প্রতিবেদক জুন ২৪, ২০১৭, ০৩:৩১ পিএম
প্রত্যেককে তল্লাশির মধ্য দিয়ে আসতে হবে

ঢাকা: মহানগর পুলিশের কমিশনার মো. আছাদু্জ্জামান মিয়া বলেছেন, জাতীয় ঈদগাহে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদগাহে আসার সময় প্রত্যেককে তল্লাশির মধ্যে দিয়ে আসতে হবে।

শনিবার (২৪ জুন) জাতীয় ঈদগাহের নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের একথা বলেন।

কোনো ধরনের জঙ্গি হুমকি নেই জানিয়ে পুলিশ কমিশনার বলেন, ঢাকা মহানগরে ছোট-বড় অন্তত পাঁচশ ঈদ জামাত হবে। সবগুলো জামাত ঘিরেই নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ ঈদের প্রধান জামাতে অংশ নেবেন।

# ঈদ জামাত ঘিরে জাতীয় ঈদগাহে থাকবে চারস্তরের নিরাপত্তা।

# ঈদগাহের এক কিলোমিটার দূরে থাকবে তল্লাশি চৌকি। বিভিন্ন স্থানে বসানো হবে ওয়াচ টাওয়ার ও ক্লোজড সার্কিট ক্যামেরা।

# ঈদগাহের চারপাশে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট, সোয়াট, গোয়েন্দা পুলিশ এবং সাধারণ পোশাকের পুলিশ সদস্যদের পাশাপাশি ডগ স্কোয়াড থাকবে নিরাপত্তার দায়িত্বে।

# জাতীয় ঈদগাহে থাকবে তিনটি প্রবেশ পথ। এর মধ্যে একটি নারীদের জন্য, একটি সাধারণের জন্য এবং অন্যটি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য।

চাঁদ দেখা সাপেক্ষে সোম অথবা মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপন করবেন বাংলাদেশের মুসলমানরা। বরাবরের মত এবারও ঈদের প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে। তবে আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় হবে ঈদের প্রধান জামাত।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!