• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রথম দ. কোরীয় লেখিকার ম্যান বুকার পুরস্কার জয়


আন্তর্জাতিক ডেস্ক মে ১৭, ২০১৬, ০৩:৫১ পিএম
প্রথম দ. কোরীয় লেখিকার ম্যান বুকার পুরস্কার জয়

দক্ষিণ কোরীয় লেখক হান কাং সোমবার ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার জিতেছেন। তিনি তার অনুবাদকের সঙ্গে ৭২ হাজার ডলার মূল্যের এ পুরস্কার ভাগাভাগি করে নেবেন। তার এ অনুবাদক মাত্র তিন বছর আগে কোরিয়ান ভাষা শেখা শুরু করেন।
হান কাং (৪৫) একজন লেখক ও সৃজনশীল লেখার শিক্ষক। তিনি ইতোমধ্যে দ. কোরিয়ায় সফলতা পেয়েছেন। তিনি তার ‘ভেজেটারিয়ান’ উপন্যাসের জন্য এ পুরস্কার পেয়েছেন। একটি নারীকে নিয়ে এ উপন্যাস লেখা হয়েছে। উপন্যাসে দেখানো হয়েছে, ওই নারী ‘মানুষের বর্বরতার অবসান ও মাংস খাওয়ার অভ্যাস পরিত্যাগ’ করতে চান। তার এ বইটি অনুবাদ করেন দেবোরাহ স্মিথ।
হান কাং বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘আমি খুব সম্মানিত বোধ করছি।’ দ. কোরিয়ার নাগরিক হিসেবে তিনি প্রথম এ পুরস্কার পেলেন।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!