• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
শেখ কামাল ক্লাব কাপ

প্রথম দল হিসেবে শেষ চারে টিসি স্পোর্টস


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২০, ২০১৭, ০৯:৪৫ পিএম
প্রথম দল হিসেবে শেষ চারে টিসি স্পোর্টস

ঢাকা: প্রথম দল হিসেবে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব। সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের খেলায় কিরগিস্তানের এএফসি আলগা বিশকেককে ২-১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করে তারা।

নিজেদের প্রথম ম্যাচে ঢাকা আবাহনীকে ১-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছিল টিসি স্পোর্টস ক্লাব। ফলে আজ দ্বিতীয় ম্যাচ জিতলে নিশ্চিত ছিল শেষ চার, এমন সমীকরণ নিয়ে মাঠে নেমে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে মালদ্বীপের এই ক্লাবটি।

এদিন অবশ্য প্রথম এগিয়ে গিয়েছিল আলগা। খেলার ৩৬ মিনিটে বক্সের ভেতর সতীর্থর ক্রস থেকে তুরসুনা আলী রুস্তামভ হেডে গোল করেন (১-০)। আর এগিয়ে যায় কিরগিস্তানের এই ক্লাব। রক্ষণভাগের খেলোয়াড় হলেও এদিন আলগার কোচ তুরসুনকে মিডফিল্ডে খেলান। টিসি স্পোর্টস এরপর টানা দুটি গোলের সুযোগ নষ্ট করলেও তৃতীয় প্রচেষ্টায় সমতায় ফেরে। যোগ করা সময়ে (৪৫+১) কর্নার থেকে বক্সের বাইরে টিসি স্পোর্টসের হাসান ইব্রাহিম ওয়াহিদ বা পায়ের কৌনিক গড়ানো শটে বোকা বানান আলগা গোলরক্ষককে (১-১)।

৭০ মিনিটে স্টুয়ার্ট কর্নেলিয়াস গোল করলে লিড নেয় টিসি স্পোর্টস (২-১)। আপ্রাণ চেষ্টাতেও আর সমতায় ফিরতে পারেনি আলগা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!